গত ০৬/০১/২০২৫খ্রিঃ তারিখে ব্রাহ্মণবাড়িয়া পানি উন্নয়ন বিভাগ, বাপাউবো, ব্রাহ্মণবাড়িয়া হতে বদলিজনিত কারণে বিদায় নেয়া সাবেক কর্মকর্তা ও কর্মচারীদের বিদায় সংবর্ধনা এবং ২০২৪ সালের সেরা চাকরিজীবী পুরষ্কার প্রদান উপলক্ষ্যে বিশেষ অনুষ্ঠান আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া পানি উন্নয়ন বিভাগের সুযোগ্য নির্বাহী প্রকৌশলী জনাব মোঃ মনজুর রহমান, ব্রাহ্মণবাড়িযা সদর পওর উপ-বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী জনাব মোঃ মইনুল হোসেন, বাঞ্ছারামপুর পানি উন্নয়ন উপ-বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী জনাব গাজী মোঃ ইমরান এবং অন্যান্য কর্মকর্তা ও কর্মচারী গণ। এই অনুষ্ঠানে জনাব মোঃ ইসমাইল মিয়া, ঊর্দ্ধতন হিসাব সহকারী কে ২০২৪ সালের সেরা চাকরিজীবী পুরষ্কার প্রদান করা হয় এবং বদলিজনিত কারণে বিদায় নেয়া সাবেক কর্মকর্তা ও কর্মচারীদের সম্মাননা জানানো হয়। অনুষ্ঠানে উপস্থিত কর্মকর্তা ও কর্মচারীরা বিদায়ী সহকর্মীদের অবদানের কথা স্মরণ করেন এবং তাদের ভবিষ্যতের জন্য শুভকামনা জানান। সেরা চাকরিজীবী পুরষ্কার প্রাপ্ত জনাব মোঃ ইসমাইল মিয়া, ঊর্দ্ধতন হিসাব সহকারী তার কাজের স্বীকৃতি পেয়ে আনন্দিত হন এবং ভবিষ্যতে আরও ভালো কাজ করার প্রতিশ্রুতি দেন। নির্বাহী প্রকৌশলী জনাব মোঃ মনজুর রহমান সমাপনি বক্তব্য দিয়ে এবং সবার মঙ্গল কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস